নিজস্ব প্রতিবেদক, বড়লেখা::
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসাবে স্থান পেয়েছেন মৌলভীবাজারের বড়লেখার কৃতি সন্তান তামিম আহমেদ। তামিমের বাড়ি বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকায়। তিনি মদন মোহন কলেজের শিক্ষার্থী।
গত শনিবার (১২ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এ কমিটির অনুমোদন দেন। ৩১ সদস্যের এই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহাদ আলম।
এদিকে তামিম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসাবে স্থান পাওয়ায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
                            
                            
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন