ভারতে তিন তালাকে তিন বছরের কারাদণ্ড

জিবি নিউজ24 ডেস্ক //
তিন তালাকের ব্যাপারে আরো কঠিন আইন প্রণয়নের জন্য লোকসভায় নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে। ওই বিলে উল্লেখ করা হয়েছে, তিন তালাককে বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করার ব্যাপারে।
নতুন আইন অনুসারে, কেউ তিন তালাক দিলে তার তিন বছরের কারাদণ্ড হবে। অবশ্য চলতি বছরের সেপ্টেম্বরে এ ব্যাপারে অধ্যাদেশ জারি করে লোকসভা।
তবে লোকসভায় পাস হওয়া বিল আটকে যায় রাজ্যসভায়। সেই বিলের বেশ কিছু বিষয়ে আপত্তি ছিল কয়েকটি রাজনৈতিক দলের।
তাদের দেওয়া সুপারিশ বিবেচনা করে গত সেপ্টেম্বরে অধ্যাদেশ জারি করে কেন্দ্র। সেই অধ্যােদেশের ভিত্তিতেই নিয়ে আসা হলো নতুন বিল।
এই বিলে তিন তালাককে বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।