কুমিল্লায় লালমাই কবিতা উৎসব অনুষ্ঠিত

gbn

সফিউল্লাহ আনসারী ঃ কাব্যকথা সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার  আয়োজনে লালমাই কবিতা উৎসব ৯ মে অনুষ্ঠিত হয়। কবি আবদুল কাইয়ূম কুমিল্লা জেলা কাসাপ এর সভাপতিত্বে কুমিল্লার লালমাই পাহাড় মজুমদার ওয়ানড্রপ স্কুল (জাপানি স্কুল) মিলনায়তনে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন কবি ও কথাশিল্পী আরিফ মঈনুউদ্দীন। 

প্রধান আলোচক ছিলেন  বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী সম্পাদক সপ্তাহীক পূর্বাপর, আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ জমির হোসেন নটরডেম ইউনিভার্সিটি  ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতাই কুমার ভট্টাচার্য বাংলাদেশ বেতার লালমাই কুমিল্লা, মোঃ মোহসীন শেখ সিনিয়র আইনজীবী, কবি জামসেদ ওয়াজেদ নব্বইয়ের অন্যতম প্রধান কবি, কবি ঢালী মোহাম্মদ দেলোয়ার গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী, কবি সফিউল্লাহ আনসারী বিশিষ্ট শিশুসাহিত্যিক, সাংবাদিক ও সংগঠক।

সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি শিবির আহমেদ লিটন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা),কবি মোহাম্মদ বাদশা গাজী কেন্দ্রীয় সহসভাপতি (সিলেট),

কবি মোহাম্মদ আল মাছুম শেখ সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর (মুন্সিগঞ্জ), মোহাম্মদ শাহ আলম মিয়া বিশিষ্ট গীতিকবি (মাদারীপুর), সালমান ফারসী কবি ও সাংবাদিক (খুলনা), কবি সাব্বির আলম চৌধুরী সম্পাদক ও প্রকাশক মাসিক দ্বীপজ (জেলা),কবি দেলোয়ার হোসেন মানবাধিকার কর্মি (মুন্সিগঞ্জ),কবি শাহাজাদা সেলিম কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (ঢাকা),মুহিবুল হাসান রাফি বিভাগীয় সমন্বয়ক, কেন্দ্রীয় কাসাপ (চট্টগ্রাম)। 

স্বাগত বক্তব্য রাখেন মামুন কবির চৌধুরী সহসভাপতি কুমিল্লা কাসাপ।

উপস্থানায় ছিলেন পুঁথিসম্রাট জালাল খান ইউসুফী ও কবি শিপন।  শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি বিলাস চৌধুরী সাধারণ সম্পাদক কুমিল্লা জেলা কাসাপ।

নবিন-প্রবীণ, কবি-সাহিত্যিকদের মেলবন্ধন

কাব্যকথা সাহিত্য পরিষদ কুমিল্লা

লালমাই সাহিত্য উৎসবে আলোচনা, কবিতা পাঠ, ছড়াপাঠ, পুঁথিপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও দেশের বিভিন্ন জায়গা থেকে আগত কবি ও শিল্পীবৃন্দ তাদের স্বরচিত  কাব্য ও গীত পরিবেশন করেন। পরের দিন কুমিল্লার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন