সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
বরেণ্য সংগীতশিল্পী, গবেষক, লেখক ও রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮০ বাংলাদেশ এর সাবেক গভর্নর মুস্তফা জামান আব্বাসী মারা গেছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে "ভরা নদীর বাঁকে" "আমার ঠিকানা" "লৌকিক বাংলা" ইত্যাদি জনপ্রিয় অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন এবং আন্তর্জাতিক সঙ্গীত সম্মেলনগুলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। আজ শনিবার সকালে বনানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দুই কন্যা এবং বহু ভক্ত, অনুরাগী রেখে গেছেন। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তফা জামান আব্বাসী। সর্বশেষ গতকাল শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আমরা জিবি নিউজ পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনা করছি ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন