পূর্ব লণ্ডনের স্টাটফোরডে বসবাসকারী জনাব সাজ্জাদ মিয়া ( ৫৪) গত ১৪ অক্টোবর ভোর ৫টায় লণ্ডনের সেন্ট বাথ হাসপাতালে ইন্তেকাল করেছেন ।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )।
মৃত্যুকালে তিনি স্ত্রী ,দুই ছেলে ,সাত মেয়ে ,ভাই বোন সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন ।তিনি ছিলেন ব্রিকলেনের মুহিব রেস্টুরেন্টের অন্যতম পার্টনার জনাব সুরুক মিয়ার ছোট ভাই ।
মরহুমের বাংলাদেশের বাড়ি হচ্ছে জগন্নাথপুর উপজেলার চাহারিয়া করিমপুর গ্রামে ।
আগামীকাল ১৭ অক্টোবর শুক্রবার বাদ জুমআ’ মরহুমের নামাজে জানাযা ইষ্ট লণ্ডন মসজিদে অনুষ্ঠিত হবে ।পরে ফরেস্ট গেইটের উডগ্রেন্জ সিমেট্রিতে দাফন করা হবে ।
মরহুমের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের নামাজে জানাযায় অংশ গ্রহন ও রুহের মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন