বিজিবি’র টানা ১০ দিনের অভিযানে উদ্ধার ১২টি পিস্তল, ৪৫ রাউন্ড গুলি ও ১৩ টি ম্যাগজিন চাঁপাইনবাবগঞ্জে ২টি বিদেশী পিস্তল,৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ২টি বিদেশী পিস্তল,৮টি গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জে ৫৩’বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে (২৬’নভেম্বর) সদর উপজেলার শিবিরের মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। এ নিয়ে ১০ দিনে (১৭-২৬’নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কর্তব্যরত দু’টি বিজিবি ব্যাটালিয়নের (৫৩ ও ৫৯) অব্যহত ও পৃথক ৬ টি অভিযানে ভারত থেকে আনা ১২টি পিস্তল,৪৫টি গুলি ও ১৩টি ম্যাগজিন উদ্ধার হল। চাঁপাইনবাবগঞ্জে ৫৩’বিজিবি’র পরিচালক লে.কর্ণেল সাজ্জাদ সরোয়ার সোমবার সকালে ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন,রাতে শিবিরের মোড়ে মাদকবিরোধি অভিযান পরিচালনাকালে পাটকাঠি বোঝাই একজন বাইসাকেল আরোহীকে চ্যালেঞ্জ করে ব্যাটালিয়নের বাখেরআলী সীমান্ত চৌকির একটি দল। এসময় ওই ব্যক্তি সাইকেল ও পাটকাঠি ফেলে অন্ধকারে পালিয়ে যায়। পরে সাইকেল ও পাটকাঠির আঁটি তল্লাশী করে ২ লক্ষ ৭ হাজার টাকা জব্দ মূল্যের ওইসব অস্ত্র পাওয়া যায়। পরিচালক সাজ্জাদ আরও জানান, আগ্নেয়াস্ত্রগুলি সদর থানায় জমা করা হবে। ###