মৌলভীবাজার প্রতিনিধি \
মুজিব বর্ষ উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার উদ্যেগে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১২ আগষ্ট) বিকেল ৩টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে সৌন্দর্যবর্ধনে ফুলের চারা ও বৃক্ষের চারা লাগিয়ে উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব বলেন,পানি সম্পদ মন্ত্রনালয়ের অধীনে প্রায় ১০০টি প্রকল্প রয়েছে। ঢাকা থেকে মনিটরিং করার জন্য প্রকল্পে আইপি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ইত্যে মধ্যে ১০টি প্রকল্পে আইপি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। এ ছাড়া ৯৯৬ কোটি টাকা ব্যায়ে মনু নদীর মৌলভীবাজার শহর প্রতিরক্ষায় স্থায়ী বাঁধের কাজ এ বছরের নভেম্বর মাসে শুরু হবে বলে আশ^াস দেন। বৃক্ষরোপন অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুক আহমদ,মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
 
                            
                             
                                                                                                
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন