একাদশ সংসদ নির্বাচন চাঁপাইনবাবগঞ্জে প্রার্থী,সমর্থকদের নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারন অব্যহত

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ও তাঁদের সমর্থকদের প্রচারণামূলক বিলবোর্ড,ব্যানার ,পোষ্টার ইত্যাদি অপসারন অব্যহত রেখেছে চাঁপাইনবাবগঞ্জ প্রশাসন। গত বৃহস্পতিবার(১৫’নভেম্বর) এ কাজ শুরু হবার পর শুক্রবারও (১৬’নভেম্বর) তা অব্যহত ছিল। একাজে সহায়তা করছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও পুলিশ। তত্তাবধান করছেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ধেসঢ়;্রট মিন্টু বিশ্বাস ও রবিন মিয়া। শুক্রবার সকালে শহরের কলেজ মোড়,বাতেন খাঁ মোড়, বড় ইন্দারা মোড়, পুরাতনবাজার ও সার্কিট হ্ধাসঢ়;উজ রোড এলাকায় অপসারন অভিযান চালানো হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়, কোর্ট চত্বর এলাকায় প্রচারণা সামগ্রী অপসারণ করা হয়। প্রশাসনের পক্ষে বলা হয়েছে অবিলম্বে সব প্রচারণা সামগ্রী অপসারন করা হবে। এর আগে গত ১০ নভেম্বর আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন স্থানে স্থাাপিত তাঁদের বিভিন্ন প্রচার সামগ্রী ১৪ নভেম্বর রাত ১২টার মধ্যে অপসারনের অনুরোধ করেন রির্টার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। রির্টানিং অফিসার জানান, চাঁপাইনবাবগঞ্জ-১,২ ও ৩ আসনের সম্ভাব্য প্রার্থীদের স্থাপিত নির্বাচনী পোস্টার, ব্যানার,দেয়াল লিখন,বিলবোর্ড,গেইট,তোরণ বা ঘের,প্যান্ডেল,আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। এ ব্যাপারে পৌরসভা শহরে মাইকিং করে। তবে এর মধ্যে কেউ নিজ দায়িত্বে প্রচারণা সামগ্রী সরিয়ে নেননি। এরপর প্রশাসন ১৫ নভেম্বর থেকে শুরু করে অপসারন কার্যক্রম। ###