গোলাপগঞ্জ সংবাদদাতা //
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পরও অসৎ নেতৃত্ব ও মানুষের তৈরি আইনের কারণে এদেশের তৌহিদী জনতা স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। ৯০ ভাগ মুসলমানের দেশে ঘুষ, দুর্নীতি, ধর্ষণসহ নানাবিদ অপতৎপরতায় সয়লা হয়ে আছে। দেশে ইসলামী বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীতে সকল নির্বাচনে ইসলামী শক্তিকে বিজয়ী করতে পরলেই মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব।
তিনি সোমবার জামায়াতে ইসলামী গোলাপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা জামায়াতের আমীর এম এ জামালের সভাপতিত্বে, সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়া যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে জামায়েতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য ও সিলেট জেলা জামাতের আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমাদের পনিজেদেরকে মুত্তাকী হতে হবে তবেই পরিবার ও সমাজকে মুত্তাকী সমাজে পরিণত করা সম্ভব। ঘুষ, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ এ কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ নজমুল ইসলাম, গোলাপগঞ্জ পৌরসভা আমীর মাওলানা আব্দুল খালিক।
এ সময় আরো বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির জিন্নুর আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার নায়েবে আমীর, সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, শ্রমিক কল্যাণ ফেডারেশন গোলাপগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আল মান্না লিপু, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান মাওলানা এস এম আব্দুর রহিম, বাদেপাশা ইউপি চেয়ারম্যান জাহিদ হোসাইন প্রমুখ।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন