সাউথ চিটাগাং আর্ট স্কুলের শুভ উদ্বোধন

কর্ণফুলী উপজেলাধীন শিকলবাহা ইউনিয়নে এই প্রথম উদ্বোধন হল সাউথ চিটাগাং আর্ট স্কুল। সাউথ চিটাগাং গ্রামার স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাউথ চিটাগাং গ্রামার স্কুলের পরিচালক, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব, বিশেষ অতিথি ছিলেন দৈনিক বণিত বার্তার ডেপুটি ব্ধুসঢ়;্যরো চীফ সুজিত সাহা, সাউথ চিটাগাং গ্রামার স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দীন সানি, ইপিক হেলথ এর সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ কাওসার আলম, কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক হাসান মুরাদ সাগর, স্পেয়ার প্রোপ্রাটিজ লিঃ এর লিগেল অফিসার এডভোকেট ওমর ফারুক, মেট্রো ল্যাব এর চেয়ারম্যান ডাঃ রুবেল বিশ্বাস, আলোর প্রতীক এর সদস্য সচিব আবদুলাহ আল মামুন, বেস্ট লাইফ ইন্সুরেন্স এর ভাইস প্রেসিডেন্ট ইনচার্জ হারুনুর রশিদ, এস আলম ষ্টিল মিলস এর স্টোর অফিসার নুরুল হক, সাউথ চিটাগাং গ্রামার স্কুলের পরিচালক বশির আহমদ চৌধুরী, আর্ট শিক্ষক মোঃ আশিকুজ্জামান, আলোর প্রতীক এর যুগ্ন আহŸায়ক মাসুক আহমেদ, আলোর প্রতীক এর সদস্য মঞ্জুর মোর্শেদ জিশান, মুস্তাক আহমেদ মুন্না, এ.কে আকবর, সাইফুল ইসলাম, মোঃ সালাউদ্দিন, মোঃ মামুন, মোঃ মিনহাজ, আনসার আহমদ, জাহেদুল ইসলাম, মোঃ সাব্বির, মোঃ রাসেল, সাউথ চিটাগাং গ্রামার এর সিনিয়র শিক্ষক আকলিমা আকতার, মাহফুজ আহমেদ, রেজাউল করিম, প্রিয়াংকা রাণী নাথ, অপি আকতার, তাহমিনা আকতার প্রমুখ। বক্তারা বলেন, শিশুদের শিক্ষা পাশাপাশি আর্ট শিক্ষার উপর গুরুত্ব দেওয়া জন্য অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহŸান জানান। আর্ট হচ্ছে মানুষের সৃজনশীল জ্ঞানের বিকাশ করার অন্যতম মাধ্যম এবং আর্ট, ড্রয়িং বর্তমানে পাঠ্য বইয়ের পাশাপাশি সিলেবাসেও অন্তর্ভ‚ক্ত হয়েছে। তাই আর্ট শিক্ষা বর্তমানে যুগোপযোগী শিক্ষার স্থান দখল করে নিয়েছে।