শহীদ আবু সাঈদের ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্পে’ ভুল, ঢেকে দিলেন শিক্ষার্থীরা

gbn

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ স্মরণে স্থাপিত ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্পে’ জন্মতারিখসহ তথ্যগত নানা অসংগতি সামনে এসেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজ শুক্রবার দুপুরে লাল কাপড় দিয়ে সেটি ঢেকে দিয়েছেন তাঁর সহযোদ্ধা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ১৬ জুলাই শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকীতে আবু সাঈদ স্মরণে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন করা হয়। এটি বাস্তবায়ন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিইডি)।

গত বছরের ১৬ জুলাই আবু সাঈদ এই ফটকের সামনে পুলিশের গুলিতে শহীদ হন।

 

12345678

স্ট্রিট মেমোরি স্ট্যাম্পে লেখা হয়েছে, ‘রংপুরের ছেলে শহীদ আবু সাঈদ। জালেম ও জুলুমের বিরুদ্ধে যার শির ছিল চির উন্নত। তিনি বলতেন, “প্রয়োজনে শহীদ হব, তবু মাথা নত করব না।

” ১৬ জুলাই আসমানের দিকে দুই হাত প্রসারিত করে শাহাদাত বরণ করলেন। এরপরই সারা বাংলাদেশ জেগে ওঠে অনন্ত বিপ্লবের ওয়াদা নিয়ে।’

 

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, তথ্যে অসংগতি থাকা মেমোরি স্ট্যাম্পের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক শামসুর রহমান, আরমান হোসেন ও আবু সাঈদের বাল্যবন্ধু মাহিদ হাসান সেটি লাল কাপড় দিয়ে ঢেকে দেন।

শামসুর রহমান সাংবাদিকদের বলেন, ‘প্রথমত আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী, সেটা সেখানে লেখা হয়নি।

দ্বিতীয়ত শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত ছিল; কিন্তু সেখানে লেখা, দুই হাত আসমানের দিকে করা। এটা যে স্পষ্টত পুলিশি হত্যাকাণ্ড, সেটা সেখানে নেই।’ 

 

তিনি বলেন, আবু সাঈদের জন্ম ২০০০ সালের ১০ ডিসেম্বর। কিন্তু সেখানে ২০০১ সালের ১ জানুয়ারি লেখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আরেক সমন্বয়ক আরমান হোসেন বলেন, ‘আবু সাঈদের মৃত্যু এবং তাঁর সম্পর্কিত সবকিছু দিনের আলোর মতো স্পষ্ট।

সুতরাং এটি নিয়ে ভুল হওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। তাঁর যে ইতিহাস, সেটাকে কোনোভাবে বিকৃত বা খামখেয়ালিভাবে লেখা হোক, সেটা আমরা চাই না।’

 

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হারুন-অর রশিদ সাংবাদিকদের বলেন, স্ট্রিট মেমোরি স্ট্যাম্পটি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছিল। উদ্বোধনের আগে সেটি ঢাকা ছিল। তাঁরা দেখতে পারেননি। ভুল তথ্যের কারণে শিক্ষার্থীরা সেটি গ্রহণ করেননি। এটা আবার ঢেকে দেওয়া হয়েছে। তাঁরা ভুল সংশোধনের চেষ্টা করছেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন