কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও শহরের ব্যবসায়ী, সমিতির নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য মো. চেরাগ আলীর দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) বেলা আড়াইটায় শহরের নবীন চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে দক্ষিণ বাজার জামে মসজিদের গোরস্তানে তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
জানাজারপূর্বে টিবিএফ চেয়ারম্যান মইনুল ইসলাম শামীমের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, সাবেক পৌর মেয়র শফি আলম ইউনুস ও কামাল উদ্দিন আহমদ জুনেদ, প্রবীণ রাজনীতিবিদ যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফুর রহমান চৌধুরী হেলাল, উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খাঁন, উপজেলা জামায়াত নেতা খন্দকার আব্দুস সুবহান ও রাজানুর রহিম ইফতেখার, উত্তর বাজার জামে মসজিদের মুতওল্লি এনামুল ইসলাম, দক্ষিণ বাজার জামে মসজিদ কমিটির সভাপতি এসএম জামান মতিন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল মুহিত বাবলু, ওলি আহমদ খান, মরহুমের পুত্র হারুন আহমদ, দক্ষিণ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফ হোসেন, উত্তর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুর রহমান ইমরান প্রমুখ। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের পুত্র মাওলানা লোকমান হোসেন।
উল্লেখ্য, উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর নিবাসী পৌর শহরের বাসিন্দা হাজী মো. চেরাগ আলী সোমবার (৩ মার্চ) বিকেলে তিনি তার পৌর শহরের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন