জিবি নিউজ ডেস্ক ।।
জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ।
সোমবার (৩০ নভেম্বর) বিকাল চারটায় মৌলভীবাজার শহরের চৌমোহনা দলীয় কার্যালয় থেকে জেলা যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক ঘুরে আবার চৌমোহনায় এসে শেষ হয়। মিছিলে জঙ্গিবাদ, মৌলবাদ ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানে বিরোধীতাকারীদের বিরুদ্ধে শ্লোগান দেন যুবলীগ নেতাকর্মিরা।
পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ সেলিম হক।
এ সময় বক্তারা বলেন,বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানো নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী বিতর্কের সৃষ্টি করছে, তারা ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে এসব করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানো নিয়ে ষঢ়যন্ত্র মেনে নেয়া হবে না। জঙ্গিবাদ, মৌলবাদসহ এসব ষঢ়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে বলে হুশিযারী দেন বক্তারা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন