মৌলভীবাজারের বড়লেখায় বাবা ও সৎ মার ওপর অভিমান করে কিশোরীর মৃত্যু

gbn

জিবি নিউজ ।।

মৌলভীবাজারের বড়লেখায় মাছুমা বেগম (১৫) নামে এক কিশোরী বিষপান করে আত্মহত্যা করেছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত মাছুমা বেগম উপজেলার উত্তর শাহবাজপুরের কুমালশাইল গ্রামের এমদাদুর রহমানের (ইন্তাজুল) মেয়ে।

থানা পুলিশ ও পারিবারিক  সূত্রে জানা গেছে, গতকাল রোববার (২৯ নভেম্বর) দুপুরের দিকে বাবা ও সৎ মার ওপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন মাছুমা বেগম। পরে পরিবারের সদস্যরা বিয়ষটি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে মাছুমা বেগম মৃত্যু কোলে ঢলে পড়েন।

এ বিষয়ে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলম বলেন, কিশোরীর বিষপানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিলেট কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন