ডাকাতি প্রতিরোধে স্থানীয় জনগনের সাথে মডেল থানা পুলিশের মত বিনিময়

জিবি নিউজ ।।

মৌলভীবাজার সদর মডেল থানাধীন ৩ নং কামালপুর ইউপির বাড়ন্তি, নালিউড়ী, এলাকার জনসাধারনের সাথে ডাকাতি প্রতিরোধ সংক্রান্তে উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

রোববার রাতে মডেল থানার  অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক এর নেতৃত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল চন্দ্র দেব, পুলিশ পরিদর্শক (অপারেশন্স), মোহাম্মদ বদিউজ্জামান,বিট অফিসার এবং কামালপুর ইউপি চেয়ারম্যান ফয়সল আহমেদ, সহ স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সর্ব সাধারন।

উক্ত সভায় কামালপুর ইউনিয়নের বাড়ন্তী ও নালিউরি এলাকায় ডাকাতি প্রতিরোধ সংক্রান্তে অফিসার ইনচার্জ বলেন, আমরা সর্বোচ্ছ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি যাতে করে মৌলভীবাজার বাসী নিরাপদে এবং ডাকাত মুক্ত থাকতে পারে। মৌলভীবাজারের অধিকাংশ লোক প্রবাসী হওয়ায় তাদের নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশের নিরাপত্তা টহলের পাশাপাশি স্থানীয় লোকজনদের রাত্রীকালীন সময় এলাকার বিভিন্ন পয়েন্টে পাহারা দেওয়ার বিষয়ে স্থানীয় লোকজনের আন্তরিক সহযোগিতা কে স্বাগত জানান। ভবিষ্যতেও এই দ্বারা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। উক্ত সভায় স্থানীয় লোকদের পরামর্শ নিয়ে আরো কিভাবে ভালো নিরাপত্তার ব্যবস্থা করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন