রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি :-
“মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেন্ট্রাল রোড গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামি ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান আহমদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর শাখার সভাপতি তারেক আজিজ।
এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নিজাম উদ্দীন, শহর শাখার সাবেক সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী ও মাদরাসা সম্পাদক দেওয়ান আশিক আল রশিদ। এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন- ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন