জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৫’নভেম্বর) জেলা প্রশাসকের সমেম্মলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান।
উপস্থিত ছিলেন,জেলা প্রশাসনের সহকারী কমিশনার রবিন মিয়া,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম,ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ফুয়ারা বেগম,জেলা স্যানিটারী ইন্সপেক্টর কোবাদ আলী,চেম্বার পরিচালক শহিদুল ইসলাম,কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের(ক্যাব) জেলা কমিটির সভাপতি আব্দুল হান্নান,ব্যবসায়ী নেতা জামাল উদ্দীন নাসের,মোশারফ হোসেন,জেলা মার্কেটিং অফিসার সহ অনান্যরা।
সোমনারে অংশগ্রহণকারীরা অতি প্রয়োজনীয় আইনটি সম্পর্কে আরও জনসচেতনতা সৃষ্টির আহব্বান জানান। তারা আইনটি প্রয়োগ ও বাস্তাবায়নে করণীয় সম্পর্কেও আলোচনা করেন। ##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন