মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত দ্যা রয়েল প্রাঃ হসপিটাল মৌলভীবাজার চ্যাম্পিয়াম্স লীগের ফাইনাল খেলা মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উক্ত খেলায় ইউনাইটেড ক্লাব দুর্লভপুর ৩ শূন্য গোলে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত, ফাইনাল খেলায় ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি জুনেদ আহমদ খান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির আহমদ রুমান সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দল সালাম চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, উপস্থিত ছিলেন জনাব রায়হান আহমদ সহ সভাপতি ডিএফএ মৌলভীবাজার, জনাব খায়রজ্জান শ্যামল সাধারণ সম্পাদক আম্পায়ার ও স্কোরার এসোসিশেয়ন সিলেট বিভাগ, জনাব মহবুব ইজদানী ইমরান যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ক্রিড়া সংস্হ,জনাব মাহমুদ রহমান সাধারণ সম্পাদক জেলা রেফারি এসোসিয়শন জনাব মাহবুব রহমান সাবেক সাধারণ সম্পাদক ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি
জনাব আবুল কালাম বেলাল সিনিয়র সহ সভাপতি ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি,সাজ্জাদুর রহমান পিন্টু ম্যানেজার এনআরবি ব্যাংক মৌলভীবাজার শাখ সদস্য কার্যনিবাহী পরিষদ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, জনাব ফাহাদ আলম ব্যবস্হপনা পরিচালক দ্যা রয়েল প্রাঃ হসপিটাল মৌলভীবাজার, টুর্নামেন্ট কমিটি আহবায়ক গাজী আবেদ সদস্য সচিব অর্ধেন্দু দাশ নিঠু ..,সহ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি কার্য নির্বাহী পরিষদে শিপন, আলমগীর,শেরুজ্জামান, কামরুল হাসান,সাজু গাজী,সাইদ খান সহ সকল সদস্য উক্ত টুর্নামেন্টে আট দল অংশগ্রহণ করে,টুর্নামেন্ট চ্যাম্পিয়ান হয় ইউনাইটেড ক্লাব দুর্লভপু রানারআপ হয় ফুটবল খেলোয়াড় কল্যাণ সীমিত মৌলভীবাজার,ম্যান অব দ্যা ফাইনালে মাহবুবুর রহমান সুফিল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আকাশ, সেরা গোলদাতা মিলাদ,সেরা গোলকিপার সাব্বির, ফেয়ার প্লে পায় আর এস স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার /
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন