চাঁপাইনবাবগঞ্জে প্রবাস ফেরৎ যুবকের কীটনাশক পান করে আত্মহত্যা

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামেপ্রবাস ফেরৎ যুবক আব্দুল আলিম (৩০) কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।তিনি ওই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। রোববার (২৯ জুলাই) সকাল সাড়েদশটার দিকে নিজ বাড়িতে কীটনাশক পান করার পর দুপুর দেড়টার দিকে তাঁর মৃত্যুহয়।বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম ও সদর থানার উপপরিদর্শক
(এসআই) নুরুজ্জামান জানান, সকালে মায়ের সাথে কথা বলতে বলতে কীটনাশকপান করেন আলিম। সঙ্গে সঙ্গে তাঁকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেপ্রাথমিক চিকিৎসা দেবার পর চিকিৎসকরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজহাসপাতালে পাঠান। রাজশাহী নিয়ে যাবার পথে দুপুর দেড়টার দিকে শহরেরবিশ্বরোড মোড় এলাকায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাঁর বাড়ি থেকে লাশ
উদ্ধার করে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিণ বলেও জানানউপপরিদর্শক নুরুজ্জামান।প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, প্রবাস থেকে কিছু অর্থ উপার্জন করেবছরখানেক পূর্বে দেশে ফিরে বিয়ে করেন আলিম। কিন্তু দরিদ্র পরিবারের জন্য তেমন
কিছু করতে না পারায় তাঁর হতাশা ছিল। সেই হতাশা থেকেই আলিম এ কাজ করেন। তাঁর স্ত্রী অন্ত:সত্তা বলে জানিয়েছেন চেয়ারম্যান। ##