মিজানুর রহমান মিজান
==============================
মানুষের চোখের জল, মোটেই যায় না বিফল
যদি কষ্ট দাও, চোখের জল ঝরাও।।
মানুষ হচ্ছে শ্রেষ্ঠজাতি, যদি ঘটাও দুর্গতি
কষ্টে দেয় অভিশাপ অতি,দু:খের বুঝা মাথায় নাও।।
অন্যের দু:খে রাখ চিন্তা, লাঘব হবে ব্যথা
দয়ালের দয়ার কথা, স্মরণে তরী চালাও।।
করলে অন্যায় অনাচার, একদিন প্রাপ্তি ঘটবে সবার
একথা নিশ্চিত হবার, উজান ভাটি যতই বাও।।
গায়ের শক্তি নহে স্থায়ী,অন্যকেহ নহে দায়ী
যেভাবেই হও সঞ্চয়ী, বেলাশেষে যার যার হিসাব দাও।।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন