দুর্নীতি ঘুষ সন্ত্রাস মদক সাম্প্রদায়িকত দারিদ্রমুক্ত দেশ গড়তে সোনার মানুষ চাই.-এম এ জলিল

বিশে^র কাছে বাংলা ভাষার স্থান করে বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা বাংলা সাহিত্যের গীতাঞ্জলির মাধ্যমে নোবেল পুরষ্কার বিজয়ী বিশ^কবি রবিন্দ্র নাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী ২৫ বৈশাখ ১৪৩১ বিকাল ৫ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ৫ম তলায় ঢাকায় এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল।

বক্তব্য রাখেন, বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান, কবি মির্জা সেলি, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী, জাসদ শাজাহান সিরাজের সভাপতি মোঃ আব্দুল জব্বার, বাংলাদেশ জাসদের নেতা হুমায়ুন কবির, বাংলাদেশ জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ বাদশাউদ্দিন মিন্টু, বরিশাল বিভাগ সমিতির সদস্য নকিব হক, জনকল্যাণ পার্টির সভাপতি দেওয়ান খাইরুল ইসলাম চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক লীগের দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

সভাপতি ভাষণে এম এ জলিল বলেন, বিশ^কবি রবীন্দ্র নাথ ঠাকুর আজ থেকে ১৬৩ বছর আগে  পশিশ্চম বাংলার কোলকাতা শহরে জোড়া ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্র নাথ ঠাকুরের জন্মবার্ষিকী আজ বাংলা ভাষাভাষি বিশে^র সকল মানুষ পালন করে থাকে।  তার রচয়িতা বাংলাদেশের জাতীয় সংগীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই বাক্যের দুইটি বাঙালিদের বাংলাদেশের জনগণের প্রিয় বাক্য হয়, তাহলে আমরা কেন দুর্নীতি করবো, ঘুষ খাবো। মাদক সেব করবো, সন্ত্রাস করবো , আসুন আমরা সবাই ্ঐক্যবদ্ধ হয়ে ঘুষ দুর্নীতি সন্ত্রাস মাদক কে না বলি এবং সোনার বাংলা গড়ার জন্য কবিগুরুর আদর্শকে ধারন করি। আজকের এই সভা থেকে আরো বলতে চাই, আসুন আমরা বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ বিশ^কবি রবীন্দ্র নাথ ঠাকুর, শেরে বাংলা, কবি নজরুল, কবি জীবনানন্দ দাস, কবি মুকুন্দ দাস, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী, তাজউদ্দীন আহমেদের বাংলাদেশ গড়ি। তবেই স্বার্থক হবে আজকের আলোচনা সভার।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন