বুমরাহর ৫ উইকেট, আরচারের ফেরার দিনে লড়াই ভারত-ইংল্যান্ডের

gbn

লর্ডস টেস্টে দারুণ প্রতিযোগিতাপূর্ণ এক দিন কাটিয়েছে ভারত-ইংল্যান্ড। দ্বিতীয় দিনে ভারতের হয়ে ৫ উইকেট শিকার করে লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। অন্যদিকে সেঞ্চুরি করে এলিট লিস্টে জায়গা করার পর ফিল্ডিংয়ে নেমে রেকর্ড করেছেন ইংল্যান্ডের জো রুট।

এছাড়া দীর্ঘদিন পর টেস্টে ফিরে উইকেট শিকার করে সংবাদের শিরোনাম হয়েছেন ইংলিশ পেসার জোফরা আরচার।

 

৩ উইকেটে ১৪৫ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। এর আগে প্রথম ইনিংসে ৩৮৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। ভারতীয় দল এখন পিছিয়ে ২৪২ রানে।

শুক্রবার ৪ উইকেটে ২৫১ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। আগের দিন ৯৯ রানে অপরাজিত রুট নেমেই টেস্ট ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি পূর্ণ করেন। এতে টেস্টে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো কিংবদন্তিদের তালিকায় এককভাবে পাঁচ নম্বরে জায়গা করে নেন ডানহাতি ইংলিশ ব্যাটার। এতদিন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের সঙ্গে পঞ্চম স্থান ভাগাভাগি করছিলেন তিনি।

 

৫১ সেঞ্চুরি হাঁকিয়ে এ তালিকায় সবার শীর্ষে রয়েছেন ভারতের শচিন টেন্ডুলকার।

রুটের সেঞ্চুরির পর ইংল্যান্ডের হয়ে হাফসেঞ্চুরি করেছেন উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ (৫১) ও ব্রাইডন কার্স (৫৬)।

ফিল্ডিংয়ে নেমে টেস্টে ক্রিকেটে সবচেয়ে ক্যাচ ধরার রেকর্ড করেছেন রুট। এ নিয়ে লাল বলের ক্রিকেটে ২১১ টি ক্যাচ নিয়েছেন তিনি। এতদিন ২১০ টি ক্যাচ ধরে এই রেকর্ড নিজের কাছে রেখেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়।

 

দিনের খেলা শেষে ভারতের হয়ে ৫৩ রানে অপরাজিত আছেন লোকেশ রাহুল। তার সঙ্গে ১৯ রানে অপরাজিত আছেন রিশাভ পান্ত।

 

 

 

করুন নাইর ৪০, শুবমান গিল ১৬ ও যসশ্বী জয়সওয়াল ১৩ রানে আউট হন। ভারতীয় ওপেনার জয়ওয়ালকে ফিরিয়েই শিরোনামে উঠে আসেন আরচার।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন