প্রায় তিন দশক হয়ে গেল তিনি নায়িকা, আজও নানা প্রজন্মের কাছে তিনি আরাধ্য। তার প্রজন্মের দর্শকের কাছে যেমন তিনি নস্টালজিয়ার একমুঠো ফাগুন হাওয়া তেমনি পরবর্তী প্রজন্মের কাছে যুগের বহুল চর্চিত শব্দের ‘ক্রাশ’। সোশ্যাল মিডিয়াতে তার ছবি বা ভিডিওগুলো সবসময়ই সবার নজরে থাকে। সেখানে ভিড় জমে সুন্দর, শাশ্বত মুগ্ধতা আর প্রেমের আকুতি মিশে থাকা বন্দনার। বলছি নন্দিত নায়িকা দিলারা হানিফ পূর্ণিমার কথা।
চট্টগ্রামের ফটিকছড়ির মেয়ে তিনি। নব্বই দশকে যে ক’জন নায়িকার আবির্ভাব হয় বাংলাদেশের সিনেমায় সে দশকের সফল চারজন নায়িকার একজন তিনি। আজ এই নায়িকার জন্মদিন। ১৯৮৪ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। তার শৈশব কেটেছে চট্টগ্রামের ফটিকছড়িতে।
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আলাদা আকর্ষণ অনুভব করায় ক্লাশ নাইনে পড়ার সময় সিনেমা জগতে অভিনয় শুরু করেন। মাত্র ১৩ বছর বয়সে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ পূর্ণিমা অভিনীত প্রথম সিনেমা যা প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৯৯৭ সালে। রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে পূর্ণিমার অভিষেক হয় বেশ আলোচনার জন্ম দিয়েই। সেই থেকে আজ অবধি তিনি সফল, ব্যবসা সফল মুক্তিপ্রাপ্ত ৮০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
তার নিজের ভালোলাগার সিনেমার মধ্যে রয়েছে নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ‘সন্তান যখন শত্রু’, ‘প্রেমের নাম বেদনা’, ‘সুলতান’, ‘পিতা মাতার আমানত’, ‘মনের মাঝে তুমি’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘বিয়ের প্রস্তাব’, ‘লোভে পাপ পাপে মৃত্যু’, ‘হৃদয়ের কথা’, ‘ওরা আমাকে ভালো হতে দিলোনা’ ইত্যাদি।
প্রথম নায়ক রিয়াজ, প্রথম সাফল্য পাওয়া নায়ক রুবেল ও শাকিবের সঙ্গে
সিনেমাতে তিনি রিয়াজ, মান্না, রুবেল, ফেরদৌস, আমিন খান, অমিত হাসান, শাকিব খান’সহ আরও অনেকের বিপরীতে অভিনয় করে সফল হয়েছেন। তবে রিয়াজের সঙ্গে তার জুটি সবচেয়ে বেশি আলোকিত এবং সফল। আবার ক্যারিয়ারে প্রথম ব্যবসা সফল সিনেমার দেখা পেয়েছেন তিনি রুবেলের বিপরীতে (‘যোদ্ধা’)। নায়ক ফেরদৌস সবচেয়ে ভালো বন্ধু পূর্ণিমার।
কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলোনা’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন পূর্ণিমা।
সিনেমাতে অভিনয়ের শুরুর দিকেই রেজানুর রহমানের নির্দেশনায় শহীদুজ্জামান সেলিমের বিপরীতে একটি নাটকে অভিনয় করেনপূর্ণিমা। এরপর তাকে অনেক খন্ড, ধারাবাহিক নাটকে দেখা গেছে। নাটকে রাইসুল ইসলাম আসাদ, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সজল, অপূর্বসহ আরও অনেক জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন।
স্বামী ও কন্যার সঙ্গে পূর্ণিমা
এর বাইরে উপস্থাপনাতেও মুন্সিয়ানা দেখিয়েছেন পূর্ণিমা। প্রায়ই তাকে দেখা গেছে নানা রকম অনুষ্ঠানে সফল উপস্থাপনা করতে।
পূর্ণিমা নামে দর্শক পরিচিতি পেলেও তার পারিবারিক নাম দিলারা হানিফ রীতা। তার স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে সুখের দাম্পত্য তার। একমাত্র কন্যা উমাইজা ও স্বামী-পরিবার নিয়ে আজকের দিনটি তিনি একান্তে উদযাপন করবেন বলে জানালেন।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন