মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন আপিল শুনানি শেষে তাজুল ইসলাম তাজের প্রার্থিতা বাতিল

মৌলভীবাজার প্রতিনিধি //

মৌলভীবাজারে দ্বিতীয় দফায় আগামী ২১মে অনুষ্ঠিতর হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলা থেকে মোট ৮ জন মনোনয়ন দাখিল করেছেন। এদিকে তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে মামলার অভিযোগ দায়ের করলে গত রোববার দিনব্যাপী আপিল শুনানি হয়। গতকাল সোমবার (২৯ এপ্রিল) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান তাজুল ইসলাম তাদের বিরুদ্ধে পাঁচ বছরের সাজা রয়েছে তাই তার প্রার্থিতা বাতিল করা হরয়ছে। এর আগে রোববার (২৮ এপ্রিল) দিনব্যাপী জেলা কার্যালয়ে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। গদও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম তাজ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান,অবশ্যই আমি উচ্চতা আদালতে আপিল করব এবং ইনশাল্লাহ আমার রায় আমারই পক্ষে আসবে এবং জনগণ আমার সাথে রয়েছে। উল্লেখ্য সদর উপজেলা চেয়ারম্যান ২জন পদপ্রার্থী অন্যজন (সাবেক উপজেলা চেয়ারম্যান) মো. কামাল হোসেনের প্রার্থীতা বৈধ রয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন