জীবন! ও ফুরোলেই বাঁচি!

gbn

জীবনের রেসে প্রত্যাশার চেয়ে অনেক কিছু কম পেয়েও যদি একজন ভালোমানুষ পেয়ে যান তবে সে সুখের সীমা থাকবে না!

রাজু আহমেদ।  প্রাবন্ধিক। ||

আপনার জীবনের অর্জন, যশ-খ্যাতি, স্বপ্ন-পরিশ্রম সব বর্জনের তালিকায় উঠতে পারে যদি একজন ভুল মানুষের সাথে একই তরীতে যাত্রা করেন! স্বামী/স্ত্রী'র একজন যদি সাইকোপ্যাথ হয়, স্বার্থপর আচরণ করে কিংবা মন বোঝা ও খোঁজার দায়িত্ব না নেয় তবে সব স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে জীবনটা জলেই গেলো! তখন আর জীবনে বসন্ত এলো কি গেলো-খোঁজ রাখার ইচ্ছাটুকুনও হয় না! আশেপাশে কোন সুখী দম্পতি দেখলে ঈর্ষা হয়, কোন সম্পর্ক গড়তে দেখল ভবিষ্যতের ভাবনায় শঙ্কা জাগে! দীর্ঘশ্বাস বুকে চেপে বলতে হয়, জীবন! ও ফুরোলেই বাঁচি! 

 

সম্পর্কের আপন মানুষটি যদি জীবনের উত্তর-দক্ষিণ না বোঝে, সামর্থ্যের সাথে সঙ্গতি রেখে সুখ না খোঁজে, আত্মপ্রেমের অভ্যাস ভুলে যদি আমি থেকে আমরা হয়ে না ওঠে তবে ঘর-পরে আর ভেদাভেদ থাকে না! যে সম্মানে দু'জনের নাম জড়িয়ে যায় তা যদি আপনাজনেই ফুটো করে দেয়, যে ছায়ায় দু'টো কায়া মিলেমিশে থাকে তার একটি যদি অবহেলায় হত্যা করে তবে সেখানে সম্মানের সম্পর্ক, বোঝাপড়ার ধর্ম বাঁচে না! মিলেমিশে যত্নে যত্নে আগলে রাখার দিনগুলোতে মান-অভিমান যদি শক্ত হয়ে দেয়াল তোলে, অনুযোগ পিতল হয়ে ঝাপটে গেলে মনের দূরত্ব বাড়তেই থাকবে! তখন? মনের মধ্যে আর মনের চিহ্ন পড়বে না! 

 

যারা নালিশপ্রবণ তারা সত্য-মিথ্যা মিশিয়ে জিততে চায়! কেউ কারো বিরুদ্ধে অভিযোগের তীর তুললে সেখানে সব ভালো লুকিয়ে মিথ্যার পিরামিড তুলে দেয়! কাজেই একপক্ষের বয়ান শুনে ফয়সালা দেওয়া বিচারক জীবনভর দুষ্টুচক্রের আবর্তে কায়দা করে ফায়দা খোঁজে! মানুষ জঘন্য হলেও তার নগন্য গুণ থাকে! কাজেই কাউকে বিলকুল মন্দ বলা পুরোটাই ভুল! টুকরো বকুল সবার মাঝেই লুকিয়ে আছে! 

 

জীবনের রেসে প্রত্যাশার চেয়ে অনেক কিছু কম পেয়েও যদি একজন ভালোমানুষ পেয়ে যান তবে সে সুখের সীমা থাকবে না! বাইরে রাজা হয়ে চলবেন আর ঘরে এসে রাগের গজগজানি শুনবেন কিংবা মানুষটি দূরে থাকলেই স্বস্তিতে থাকেন-এই যদি হয় হাল তবে সে জীবন বেহালে ডুবেছে! মানসিক তৃপ্তির চেয়ে বড় কোন প্রাপ্তি নাই! 

 

আমরা কেউ পরিবার ও সমাজের বাইরের নই! সেখানে যদি সম্মান নিয়ে বাঁচা না যায় এবং সেই সম্মানহানির কারণ কাগজ-কলমে জুড়ে থাকা সবচেয়ে প্রিয় মানুষটি হয় তবে সে দুঃখ অতল! প্রিয় সেই মানুষ যে সীমাবদ্ধতা লুকিয়েও প্রিয়জনকে বড় করে তুলবে! তার মুখে যদি ফোটে খোঁটাখুঁটি, নিজেকে উঁচিয়ে রাখে বড়ত্বে কিংবা ভালো থাকতে চায় একা তবে তার জীবনে অবেলায় সন্ধ্যা চাপলো।

 

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন