মৌলভীবাজারে শীলা বৃষ্টি

মৌলভীবাজার প্রতিনিধি\ মৌলভীবাজারে গতকাল রবিবার মধ্যরাতে ধমকা হাওয়ার সাথে বজ্রপাতসহ শিলাবৃষ্টি হয়েছে। ছোট থেকে মাঝারি আকারের শিলায় বোরোধান ও সবজির ক্ষয়ক্ষতি হয়েছে। সড়কে চলাচলকারী যানবাহনের গøাস,ঘরবাড়ি টিনের চালা,গাছগাছালিসহ অনেকেই শিলাবৃষ্টিতে আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এর পর রাত ১০টার পর থেকে জেলা জুড়ে শুরু হয় ধমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। এর কিছুক্ষণ পর আধাঘন্টা ব্যাপি ঝড়ো হাওয়ার সাথে পড়তে থাকে সাদা রঙের ছোট ও মাঝারি শিলা। শিলাবৃষ্টিতে বাসাবাড়ির টিনের চালা ফুটো ও জানালার কাঁচের গøাস ক্ষতিগ্রস্থ হয়। হঠাৎ ঝড়ো বৃষ্টি ও শিলাবৃষ্টিতে রাস্তার পাশের ঘরে বা গাড়িতে খোলা জায়গায় আশ্রয় নেওয়া অনেকেই আহত হয়েছেন। শিলাবৃষ্টির কারণে হাওরে চাষকৃত বোরো ধান ও মৌসুমী সবজির ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া অনেকেই ঝড়ো হাওয়া ও শীলাবৃষ্টিতে বিদ্যুৎহীনতা ছাড়াও গাড়ি ও নিজে আহত হওয়ার খবর জানিয়েছেন। প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন ও খুটি ক্ষতিগ্রস্থ হওয়ায় কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। তবে জেলার কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান গতকালের শিলা বৃষ্টিতে জেলার ৭০ হেক্টর বোরোধান ও ৩০ হেক্টর সবজির ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের পর্যবেক্ষক মো: মুজিবুর রহমান জানান জেলায় রোববার ১২ মিলিমিটার ও সোমবার সকাল পর্যন্ত ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন