লন্ডনে ‘হোপ গালা’ সঞ্চালনা করবেন আলিয়া ভাট

gbn

বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে একজন আলিয়া ভাট। এরইমধ্যে বলিউড পেরিয়ে হলিউডেও পা রেখেছেন তিনি। অভিনয় করছেন ‘দ্য হার্ট অব স্টোন’ সিনেমায়। এবার লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় দেখা যাবে অভিনেত্রীকে।

 

কয়েক বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মুখ উজ্জ্বল করে চলেছেন বলিউড অভিনেত্রীরা। গত বছর অস্কার মঞ্চে উপস্থাপনার জন্য ডাক পেয়েছিলেন দীপিকা পাডুকোন। এ বছর বাফটা উপস্থাপনায়ও ডাক পেয়েছিলেন তিনি। এবার লন্ডনের হোপ গালা অনুষ্ঠান উপস্থাপনার আমন্ত্রণ পেলেন বলিউডের আরেক অভিনেত্রী আলিয়া ভাট।

 গত বছর ‘মেট গালা’তে অংশ নিয়েছিলেন আলিয়া।

 

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) লন্ডনের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হাইড পার্কের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে এবারের আসর। ভারত ও লন্ডনের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবীরা উপস্থিত থাকবেন সেখানে। হোপ গালা বিশ্বের প্রথম চ্যারিটি গালা শো।

বিশ্বজুড়ে দরিদ্র শিশুদের নিয়ে গঠিত দুস্থ শিবিরকে সাহায্য করে তারা।

 

আলিয়াকে সর্বশেষ দেখা গেছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। গত বছর মুক্তি পাওয়া সিনেমাটি ব্যবসা করেছিল ৩৫৫ কোটি রুপির বেশি। বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন ‘জিগরা’ চলচ্চিত্র নিয়ে। এছাড়াও সামনে ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ২’ আসবে অভিনেত্রীর।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন