গোবিন্দগঞ্জে ফেন্সিডিলসহ আটক ২

gbn

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা:   গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযানে ১’শ ৮০ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাতে থানার এসআই আমিনুল ইসলাম, এএসআই মাসুদ, আসাদুজ্জামান, ও মুশফিকদের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ- ঘোড়াঘাট সড়কের গোবিন্দগঞ্জ পৌরশহরের বাঁধন পাম্পের সামনে দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস আটক পূর্বক তল্লাশি চালায়। এসময় দুই মাদক ব্যবসায়ীর নিকট হতে ১’শ ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটককৃতরা হলেন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার গোলাহার কবরস্থান গেইট নাম এলাকার মৃত হাসিদ আলীর ছেলে আরমান সনু (৩৭) এবং একই এলাকার রসুলপুর গ্রামের মৃত আতকার হোসেনের ছেলে মুরাদ (৩৬)। সনু ও মুরাদ লাগেজে লুকিয়ে রাখা ১’শ ৮০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে। গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন