মধ্যপ্রাচ্যে বিক্রয় লক্ষ্যমাত্রা হারিয়েছে ম্যাকডোনাল্ডস

gbn

ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে ক্ষতির মুখে পড়ল ম্যাকডোনাল্ডস। মধ্যপ্রাচ্যসহ বেশ কিছু দেশে বয়কটের মুখে পড়ে গত চার বছরের প্রথম তিনমাসে বিক্রয়ের লক্ষ্যমাত্রা হারিয়েছে। ম্যাকডোনাল্ডসের সিইও ক্রিস কেম্পজিনস্কি সোমবার বলেছেন, “এই যুদ্ধ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে বিক্রয়ের ওপর ‘হতাশাজনক’ প্রভাব ফেলেছে।”

তিনি আরো বলেন, “যতদিন এই সংঘর্ষ, এই যুদ্ধ চলবে ...ততদিন আমরা ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাব না।

এই যুদ্ধ একটি মানবিক ট্র্যাজেডি, যা  ঘটছে, আমি মনে করি এটি আমাদের মতো ব্র্যান্ডের ওপর প্রভাব ফেলেছে।” অক্টোবর-ডিসেম্বর মাসে মধ্যপ্রাচ্য, চীন এবং ভারতের জন্য এই ফাস্ট ফুড চেইন বিভাগের বিক্রয় ০.৭ শতাংশে পৌঁছেছে, যা প্রত্যাশার চেয়ে ৫.৫ শতাংশের অনেক কম।

 

এর আগে ম্যাকডোনাল্ডসের ইসরায়েল শাখা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানিয়েছিল, তারা প্রতিদিন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কয়েক হাজার সদস্যকে বিনামূল্যে খাবার দেবে। কিছু হাসপাতালেও বিনামূল্যে খাবার দেওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি।

এর প্রতিক্রিয়ায় মুসলিম দেশগুলোর গ্রাহকরা ম্যাকডোনাল্ডসকে বয়কট করার আহ্বান জানায়। এর পরেই এই মন্দা দেখা দেয়।

 

ম্যাকডোনাল্ডস ইসরায়েলের শাখা এই ঘোষণার পর সৌদি আরব, ওমান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিসর, বাহরাইন এবং তুরস্কের ফ্র্যাঞ্চাইজিগুলো অনুদান থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছিল এবং সম্মিলিতভাবে গাজায় ফিলিস্তিনিদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দেয়। 

যদিও শিকাগো-ভিত্তিক ম্যাকডোনাল্ডস সবচেয়ে আইকনিক ইউএস ব্র্যান্ডগুলোর একটি হিসাবে পরিচিত।

তবে বিশ্বব্যাপী এর বেশিরভাগ রেস্তোঁরা প্রত্যেক দেশের স্থানীয় মালিকদের অধীনে পরিচালিত হয়। ম্যাকডোনাল্ডের সিইও কেম্পজিনস্কি বলেন, ‘২০২৪ সালে আমাদের টিকে থাকা চ্যালেঞ্জের মধ্যে পড়লেও আমরা আমাদের ব্যবসার স্থিতিস্থাপকতায় আত্মবিশ্বাসী।’

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন