প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তি নিয়ে হামাসের ইতিবাচক সাড়া

গাজায় নতুন করে যুদ্ধবিরতির জন্য প্রস্তাবিত চুক্তির বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের এক জ্যেষ্ঠ নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসরের প্রস্তাবিত চুক্তির বিবরণ প্রকাশ করা হয়নি। তবে চুক্তিতে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি এবং বেশি সংখ্যক জিম্মি-বন্দি বিনিময় প্রস্তাব করা হয়েছে।

 

 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েই জানিয়েছে তারা হামাসের মন্তব্য পর্যালোচনা করে দেখছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বর্তমানে মধ্যপ্রাচ্যে সফরে রয়েছেন। তিনি আজ বুধবার ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে হামাসের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। 

ইতিবাচক সাড়া দিলেও কিছু শর্ত জুড়ে দিয়েছে হামাস।

একজন জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা বিবিসিকে বলেছেন, “যুদ্ধবিরতির নতুন প্রস্তাবনার বিষয়ে আমরা ইতিবাচক সাড়া দিয়েছি, তবে গাজার পুনর্নির্মাণ, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরে যাওয়ার বিষয়ে কিছু সংশোধনের জন্য বলা হয়েছে।” ওই কর্মকর্তা আরো বলেন, “হামাস আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পরিবর্তনের কথা বলেছে। এর মধ্যে রয়েছে, দেশে ফিরে যাওয়া এবং বিদেশে হাসপাতালে স্থানান্তর করা।”

 

প্রস্তাবটি প্রায় এক সপ্তাহ আগে হামাসের কাছে পাঠানো হয়েছিল।

কিন্তু তাদের একজন প্রতিনিধি রয়টার্স বার্তা সংস্থাকে বলেছিল, ‘হামাস প্রতিক্রিয়া জানাতে সময় নিয়েছে কারণ, চুক্তিতে বেশ কিছু বিষস অস্পষ্ট ছিল।’ এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি হামাসের প্রতিক্রিয়াকে ‘ইতিবাচক’ বলে বর্ণনা করেছেন।

 

ইসরায়েলের হামলায় ৭ অক্টোবরের পর এ পর্যন্ত নিহত হয়েছেন ২৭ হাজার ৫৮৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ৬৬ হাজার ৯৭৮ জন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

এদিকে জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত হয়েছে। তাদের সবাই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন