আগামীকাল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

দেশী ও বিদেশী দৌড়বিদদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হবে আগামীকাল। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে হতে যাওয়া এ প্রতিযোগিতার  উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান হবে শেখ হাসিনা সরণি সংলগ্ন বিএনএস শেখ মুজিব বেইসে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

এ বছর ম্যারাথনে আনুমানিক ৫৯ জন বিদেশী পুরুষ ও মহিলা দৌড়বিদ ফুল ম্যারাথন (৪২.১৯৫ কিলোমিটার) ক্যাটাগরিতে অংশ নেবেন।

পাশাপাশি আনুমানিক ৫৮০৬ জন বাংলাদেশী ম্যারাথনার ফুল ও হাফ ম্যারাথনে (২১.০৯৭ কিলোমিটার) অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। ম্যারাথনে বিদেশী এলিট ক্যাটাগরিতে প্রথম পাঁচ জন করে পুরুষ ও মহিলা এবং সাফ ক্যাটাগরিতে প্রথম পাঁচ জন করে পুরুষ ও মহিলাকে আকর্ষণীয় সম্মাননা প্রদান করা হবে।

 

একইভাবে প্রথম ১৫ জন পুরুষ ও মহিলা বাংলাদেশী ফুল ম্যারাথনার ও ১০ জন পুরুষ ও মহিলা বাংলাদেশী হাফ ম্যাথনারকে আর্থিক সম্মাননা প্রদান করা হবে। 

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন