জীবনের স্মৃতিগুলো অমূল্যের হোক!

gbn

জগৎ অনন্য সুন্দর যদি ভালো মানুষের দেখা পান! সেটাও উপভোগের, যদি দেখা পেয়েও মন্দের সঙ্গ এড়াতে পারেন!

রাজু আহমেদ।  কলাম লেখক। |

জগৎ অনন্য সুন্দর যদি ভালো মানুষের দেখা পান! সেটাও উপভোগের, যদি দেখা পেয়েও মন্দের সঙ্গ এড়াতে পারেন! অথচ আমরা বিভিন্নভাবে অভিন্ন অভিন্ন বৈশিষ্ট্যের অনাকাঙ্ক্ষিত মানুষের সাথে জড়িয়ে যাই! ক্ষণিকের বন্ধুত্ব শেষে বিচ্ছেদ ঘটে। জীবনে দুঃখ আসে। সবকিছু ছাপিয়ে আবার জীবন উপভোগ্য হয়! অর্জনের ঝুলিতে জমা হয় অভিজ্ঞতা!  যে অভিজ্ঞতা ভবিষ্যতের ভুল থেকে আমাদের রক্ষা করে! যারা ভুল থেকে শেখে না তারা বিপদে ডুবে থাকে। ক্ষতিগ্রস্ত হয়! জীবনকে তাচ্ছিল্য করে! ভাগ্যকে দোষারোপ করতেও ছাড়ে না! অথচ মানুষ নিজের ভুল স্বীকার করে না! 

 

জীবনের যেকোনো স্টেজে ভুল মানুষের সাথে দেখা হতে পারে! সবার হাতে ভালোবাসার ফুলের বদলে হৃদয়ে মিছরির ছুরিও থাকতে পারে। সততা ও সৎসাহস নিয়ে সব বিপদাপদের সামনে দাঁড়াতে হবে!  দুষ্টদের কৌশলে এড়াতে হবে!  কত মানুষের কত চাওয়া থাকবে-সব পূরণের দায়িত্ব আপনার নয়। আবার সরাসরি না বলাও অসৌজন্যতা! কাজেই নিজের সেফটির জন্য যেটুকু বর্ম দরকার সেটুকু অভেদ্য রাখতে হবে! ভুল মানুষের সঙ্গে জীবন বিষিয়ে যেতে পারে মৃত্যুও কামনা করা লাগতে পারে!  সহস্র ভুল মানুষের পতন হোক তবুও ভালো মানুষদের জীবন যাতে বিতৃষ্ণ না হয়ে ওঠে!  

 

কারো জন্য কাঁদতে হলেও, কারো জন্য ভাবতে হলেও, কারো পথ চেয়ে থাকতে হলেও-সে যাতে  বিশ্বস্ত মানুষ হয়। যাদের ওপর ভরসা করা যায় না তাদের জন্য ফর্সা চোখে 'না' রাখুন। একটা সুখী জীবনের মূল্য আছে। একটা পরিচ্ছন্ন জীবনের আবেদন আছে! ময়লার ভাগাড়ে কাক-শকুনের খাদ্য হওয়ার মধ্যে জীবনের স্বার্থকতা নাই। জীবন তো তখনই সুন্দর যখন জীবনের থেকে আলো ঠিকরে বেরোয়! জীবন তো তখনই আকর্ষণীয় যখন জীবন থেকে সুঘ্রাণ ছড়ায়! যে জীবন গন্ধের সে জীবন অন্ধের! ভুল মানুষের আসা-যাওয়ায় মনের অলিগলি বন্ধ না হোক। 

 

কোথাও হেরে গেলে যেনো সেখান থেকে শিক্ষা নিয়ে পুনরায় দাঁড়াতে পারি! ভুলের পুনরাবৃত্তি বুদ্ধিমান জীবের থেকে আকাঙ্ক্ষিত নয়। পথ চলতে গিয়ে ভুল পথে পা পড়তে পারে, ভুল মানুষের সাথে বন্ধুত্ব হতে পারে, ভুল কাঁধে মাথা রাখতে পারে কিন্তু যখনই সজ্ঞা ফিরবে তখন ভুল শুধরে নেয়া উচিত। সারাজীবন এমনকি মৃত্যুর ওপারেও ভুলের রেশ টানার মধ্যে বুদ্ধিবৃত্তিক জীবের ছাপ নাই। সঠিক রাস্তায় সমুদ্রে নিপতিত হলেও আত্মতৃপ্তি থাকে। ভূল পথে সৌধে পৌঁছালেও অনুশোচনা জাগে!  মানুষ ভুল করতে পারে কিন্তু ভুলকে সঠিক বানাতে পারে না!- তবে ভুল হয়ে যাবে বিলকুল!  

 

জীবনে ভুল মানুষের অনুপ্রবেশ না ঘটলে সঠিক মানুষের মূল্য ও মূল্যায়ণ অধিকাংশই ঠিকভাবে  করতে পারে না। আমরা আঘাত পেয়েই বুঝি, যিনি আঘাত করে না তার কদর! সুখের জন্য রাজপ্রাসাদ ছাড়ার মধ্যেও সাফল্য আছে কিন্তু ভুল পথে কুঁড়েঘর ভাঙাও ব্যর্থতা!  কখনো কখনো  ত্যাগ করে, যত্ন করে, ভালোবেসে মানুষকে আগলে রাখতে হয়! কখনো বুক দিয়ে, কখনো মুখ দিয়ে সম্পর্ক রক্ষা করতে হয়। যে ভালোবাসে তার বকাও মধুর। যে উপেক্ষা করে তার আদরেও ঘৃণা। অভিমানকে অবহেলা করলে সৌন্দর্য ধ্বংস হয়, সম্পর্ক নষ্ট হয়। ভালোবাসার বিনিময়েই ভালোবাসাকে আগলে রাখতে হয়। বুকে ধরতে হয়। পৃথিবীর সৌন্দর্য উপভোগ করাতেই শোভা!  সেটা সিলেক্টিভ মানুষের সাথে করা উচিত! যে মানুষের রসবোধ কম, ভালোবাসাকে ভোগ মনে করে-তাদের সাথে মধুর স্মৃতি জন্মে না!

 

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন