ডেনমার্কের রানী দ্বিতীয় মার্গারেটা নতুন বছরের টিভি ভাষণে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি আনুষ্ঠানিকভাবে ১৪ জানুয়ারি পদত্যাগ করবেন। ওইদিন তাঁর রানী হওয়ার ৫২ বছর পূর্ণ হবে।
ঘোষণায় রানী মার্গারেটা বলেন, ‘আমি সিংহাসন আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডেরিকের কাছে ছেড়ে দেব।
’
১৯৭২ সালে বাবা রাজা নবম ফ্রেডেরিকের মৃত্যুর পর ক্ষমতায় আসেন দ্বিতীয় মার্গারেটা। ৮৩ বছর বয়সী মার্গারেটা বর্তমানে বিশ্বের একমাত্র রানী। ইউরোপে তিনি সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন।
ভাষণে রানী বলেন, পদত্যাগের সিদ্ধান্ত তিনি অনেক আগেই নিয়েছেন।
২০২৩ সালের গোড়ার দিকে পিঠে অস্ত্রোপচারের পর তিনি পদত্যাগের কথা ভাবেন। তখন মনে হয়েছিল, পরবর্তী প্রজন্মের ওপর দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় এসেছে।
কিছুদিন পর ড্যানিশ রাজা হতে যাওয়া প্রিন্স ফ্রেডেরিক ১৯৯০ এর দশকের গোড়ার দিকে ডেনমার্কে কিছুটা দলীয় যুবরাজ হিসাবে পরিচিত ছিলেন। তবে ১৯৯৫ সালে আরহুস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরে তাঁকে ঘিরে ধারণার পরিবর্তন হতে শুরু করে।
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পন্নকারী প্রথম ড্যানিশ যুবরাজ। শিক্ষাজীবন শেষে ফ্রেডরিক ড্যানিশ নৌবাহিনীতে যোগ দেন।
ফ্রেডরিকের স্ত্রী প্রিন্সেস মেরি অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপের বাসিন্দা। ২০০০ সালে অলিম্পিক গেমসের সময় সিডনির একটি বারে দুজনের দেখা হয়। তখন পেশায় আইনজীবী ছিলেন মেরি।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন