শোক সংবাদ। সাংবাদিক এডভোকেট পার্থ সারথী পালের মাতার পরলোক গমন

মৌলভীবাজার প্রতিনিধি॥ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মৌলভীবাজারের সভাপতি সাংবাদিক এডভোকেট পার্থ সারথী পালের মাতা শেফালী রাণী পাল (৭৫) আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ ঘটিকায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে পরলোক গমন করেন। পরলোক গমনকালে তিনি ৪ পুত্র ৪ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর শেষকৃত্য আজ দুপুরে মৌলভীবাজার নিজ বাড়ীর পারিবারিক শ্মশান ম›িন্দরে অনুষ্টিত হয়।