পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছায় দুই দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২৯ ও ৩০ জানুয়ারি দুই দিন ব্যাপি এ প্রশিক্ষণের আয়োজন করে। রোববার সকালে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফরিদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ^জিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উত্তম কুমার কুÐ, ডল্টন রায়, আবুল কালাম আজাদ, সরাজ উদ্দীন মোড়ল, শেখ তোফায়েল আহমেদ তুহিন, ইয়াছিন আলী খান, এনামুল হক ও আফজাল হুসাইন। অংশগ্রহণকারী কৃষকদের তরমুজ চাষ, আধুনিক পদ্ধতিতে বোরো ধানের চাষ, পতিত জমিতে সূর্যমুখী চাষ পদ্ধতি, নিরাপদ ফসল উৎপাদন ও ঘেরের আইলে সবজির চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। পাইকগাছায় গাঁজা সহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছায় গাঁজা সহ আটক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রোববার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত পাগল মজলিসের ছেলে আব্দুল হাকিম মজলিস (৬০) কে ৫০ গ্রাম গাঁজা সহ তার বসতবাড়ীর সামনে থেকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় আটক হাকিম মজলিসকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার পরিদর্শক মোঃ বদরুল হাসান, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন ও আনসার সদস্য সচীন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন