জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব বলেছেন, বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই দেশের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানে না। অবগত নয়, রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিজয় ছিনিয়ে আনার ইতিকথার নেপথ্যের গল্পগুলো সম্পর্কে। সবারই উচিত সেসব সোনালী ইতিহাস সম্পর্কে ধারণা থাকা। সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। সাংবাদিকদের প্রতি আহবান জানান, নতুন প্রজন্মের কাছে মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের সঠিক চিত্র তুলে ধরার।
গতকাল রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর নুর আহমদ সড়কের টিসিজেএ মিলনায়তনে সংগঠনের সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু'র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম। এছাড়াও টিসিজেএ যুগ্ম সাধারণ সম্পাদক বাবুন পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য সনজীব দে বাবু বক্তব্য রাখেন।
এসময় টিসিজেএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, নির্বাহী সদস্য হাসান উল্ল্যাহ ও মোঃ পারভেজ রহমান।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন