জিবিনিউজ24ডেস্ক//
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ছোট্ট কথায় বড় বার্তা দিয়েছেন জয়শঙ্কর। জয়শঙ্কর বলেছেন- এই যুগটা যুদ্ধের নয়।
এছাড়া বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আন্তর্জাতিক পরিস্থিতির বিষয়ে পারস্পরিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে মূল্যায়ন ও মত বিনিময় হয়েছে বলেও জানিয়েছে তিনি।
করোনা মহামারির পর বিশ্ব অর্থনীতিতে যে ধাক্কা এসেছে তাতে বিশ্ব জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে জানিয়ে জয়শঙ্কর বলেন, যুদ্ধ নয়, ভারত সব সময়ই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষপাতী।
সোমবার দু’দিনের ভারত সফরে যান জয়শঙ্কর। রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর এ নিয়ে পঞ্চমবারের মতো বৈঠক করলেন জয়শঙ্কর-ল্যাভরভ।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এপ্রিলে নয়াদিল্লি সফর করেন ল্যাভরভ।
সেই প্রসঙ্গ তুলে জয়শঙ্কর বলেন, বিভিন্ন স্তরে দু’দেশের যোগাযোগ অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে, সেপ্টেম্বরে উজবেকিস্তানের সমরকন্দে ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’ (এসসিও) সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে পুতিনের আলোচনা এবং দ্বিপাক্ষিক নিরাপত্তা স্তরের বৈঠকের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন