রাজনগরে মেছো বাঘ আটক

নিজস্ব প্রতিবেদক ||
মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তর পাঁচগাঁও গ্রামের তাজু মিয়ার বাড়িতে একটি মেছো বাঘ আটক হয়েছে।
সোমবার (৪ মার্চ) সন্ধাায় খাবারের জন্য বাঘটি তাজ মিয়ার বাড়িতে একটি মুরগিরর খামারে গিয়ে ফাঁদে পড়ে যায়।
পূর্ব থেকে মেছো বাঘকে আটকের জন্য ফাঁদ পেতে রাখা হয়েছিল বলে জানিয়েছেন তাজু মিয়া সহ স্থানীয় এলাকাবাসী।
মেছো বাঘটি আটকের পর হবিগঞ্জ জেলায় কর্মরত টিএসআই আব্দুল মান্নান সাংবাদিকদের মাধ্যমে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামকে অবহিত করা হয়।
জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম প্রয়োজনী ব্যবস্থা নেয়ার জন্য প্রাণী অধিদপ্তরের সিলেট বিভাগীয় কর্মকর্তা ডিএফও মিহির কান্তি গুহকে নির্দেশ প্রদান করেন।
সেই সঙ্গে বন্য প্রাণী অধিদপ্তরের সিলেট বিভাগীয় কর্মকর্তা ডিএফও মিহির কান্তি গুহকে অবহিত করা হয়।
প্রাণী অধিদপ্তরের সিলেট বিভাগীয় কর্মকর্তা ডিএফও মিহির কান্তি গুহ মৌলভীবাজার টুডে ডটকমকে জানান, মঙ্গলবার (৬ মার্চ) সকালে মেছো বাঘটি তাজু মিয়ার বাড়ি থেকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।
তিনি আরোও জানান, তাজ মিয়ার সঙ্গে তিনি আলাপ করেছেন। বাঘটি একটি খাঁচায় বন্ধি আছে।
বাঘটি সুস্থ হলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।