আইন আদালতএক্সক্লুসিভ নার্স পরিচয়ে ইয়াবা পাচার By Azarbaijan || Office | 414 শেয়ার জিবিনিউজ ডেস্ক // চান্দিনায় দেড় হাজার ইয়াবা ট্যাবলেটসহ হাসপাতালের নার্স পরিচরধারী এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটক জয়নবা আক্তার (২৫) কক্সবাজারের টেকনাফ উপজেলার গোদারবিল গ্রামের জহির আহমেদের মেয়ে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় রবিবার ভোরে অভিযান চালিয়ে যাত্রীবাহী ঢাকাগামী বাস থেকে তাকে আটক করা হয়। চান্দিনা থানার এসআই মনিরুল ইসলাম চৌধুরী জানান, খোঁজ নিয়ে জানা যায় জয়নবা আক্তার কোন হাসপাতালে চাকরি করে না। এ ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে 414 শেয়ার FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestই-মেইলLinkedinPrint