গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ছিন্নমূল ও পথশিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করেছে অগ্রগামী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার দুপুর ২টায় সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে প্রধান অতিথি ািহসেবে এ পোশাক বিতরণ করেন কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াহিদ আলম লস্কার। সংগঠনের পরিচালক অমিত কীর্ত্তনীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের প্রধান মোঃ শাহ্ধসঢ়; আলম, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এস, এম, হুমায়ূন কবীর, এটিএন বাংলার সাংবাদিক চৌধুরী হাসান মাহমুদ প্রমূখ। অনুষ্ঠানে শতাধিক ছিন্নমূল ও পথশিশুদের ঈদের নতুন পোষাক দেওয়া হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন