চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদক ব্যবসা ও সেবনের দায়ে গ্রেপ্তার ৩

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথক অভিযানে মাদক ব্যবসা ও সেবনের দায়েগত শুক্রবার রাতে ৩জনকে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, নাচোল পৌর এলাকার বান্দ্রা মহল্লার ফাকু বিশ্বাসেরছেলে নুরুল ইসলাম নুরু (৪৫), উপজেলার সমসপুর গ্রামের আয়েশ আলীরছেলে ইউনুস আলী(৩৩) ও নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মুন্দিখৈইরগ্রামের হাবিবুর রহমানের ছেলে মিন্টু রহমান (৪৮)। নাচোল থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, বিশেষ অভিযানেরাত ৯টার দিকে নাচোল রেলষ্টেশনের উত্তরে পেয়ারা বাগান থেকে ১০ বোতলফেনসিডিলসহ নুরুকে গ্রেপ্তার করা হয়। রাত ১০টার দিকে নাচোল উত্তরসাকোপাড়া এলাকা থেকে মাদক সেবনের দায়ে গ্রেপ্তার হয় ইউনুস ওমিন্টু। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলাহয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতেপাঠানো হয়েছে।