ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার, পলাশবাড়ী উপজেলা, হরিনাথপুর ইউনিয়নের, হরিনাথপুর গ্রামের বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম একজন দৃষ্টি প্রতিবন্ধী।
১ মেয়ে ১ ছেলে ও স্ত্রী নিয়ে ৪ জন সদস্যের ভরনপোষণের যোগান দিতে তিনি অক্ষম। মেয়ে ৫ম শ্রেনীতে এবং ছেলে ১ম শ্রেনীতে পড়ে, ছেলে মেয়ের পড়া লেখার খরচ বহন করাতেও তিনি অক্ষমতা প্রকাশ করেছেন।
শহিদুল ইসলাম অন্ধ হওয়া সত্যেও গাইবান্ধা অন্ধ শিক্ষা প্রকল্প থেকে এস এস সি এবং গাইবান্ধা সরকারি কলেজ থেকে এইচ এস সি পাশ করেন। তিনি জানান, এই যোগ্যতা অর্জন করতে আমাকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে কিন্তু সেই যোগ্যতা আমার জীবন চলার পথে কোনো উপকারে আসছে না। আমি পরিবার নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছি। আমি অন্যের মতো ভিক্ষাবৃত্তি করতে পারি না। আমি এইচ এস সি পাশ করে যদি মানুষের দ্বারে দ্বারে হাত পাতি তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কলঙ্কিত হবে। তিনি আরও জানান, আমার যোগ্যতায় যদি কোনো কাজ দেয়া সম্ভব হয় তাহলে পরিবারের কষ্ট মোচন করতে অনেকটা সহজ হবে।
আমি গাইবান্ধা জেলার মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার, ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে সহযোগিতা কামনা করছি।
০১৩১৬০৫০৩৮৪ (শহিদুল)

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন