পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৬শ কৃষকের মাঝে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ৬শ কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিঘা প্রতি প্রণোদনা সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাজান আলী। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন। অনুষ্ঠানে উপ- সহকারী কৃষি কর্মকর্তা ও বিভিন্ন এলাকার উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন