চাঁপাইনবাবগঞ্জ ধানক্ষেতে ছদ্মবেশে পুলিশের অভিযান শিবগঞ্জে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকার একটিধানক্ষেত থেকে রোববার দুপুরে দেড়টায় অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তপলাতক আসামী নুরুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তিনিশিবগঞ্জের সীমান্তবর্তী জমিনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।ছদ্দবেশে দুপুর দেড়টায় শিবগঞ্জ থানা পুলিশের সহকারী উপপরিদর্শক(এএসআই) আতিকুর রহমান,ফজলুর রহমান ও মাহফুজ হোসেনের নেতৃত্তেএকটি দল ধানক্ষেতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। দীর্ঘদিনবিভিন্ন উপায়ে চেষ্টার পর তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয় বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।