জিবিনিউজ24ডেস্ক//
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক মোটর রেসে প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার।
গত শনিবার দুবাইয়ের ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপে এ সাফল্য পান অভিক। নিজের প্রতিষ্ঠিত বাংলাদেশ মোটর স্পোর্টস দলের হয়ে তিনি এই শিরোপা অর্জন করেন।
দুবাই অটো ড্রোমে অনুষ্ঠিত এ রেসে যুক্তরাষ্ট্র, কানাডা, বাংলাদেশ, ভারত, আরব আমিরাত ও ইউরোপের কয়েকটি দেশের ১৭ জন প্রতিযোগী অংশ নেয়।
প্রথম বাংলাদেশি হিসেবে এমন সাফল্য অর্জনের পর অভিক বলেন, প্রথম বাংলাদেশি রেসিং ড্রাইভার হিসেবে চ্যাম্পিয়ন হলাম। এটা আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে। এটি ছিল একটি মাল্টিক্লাস রেসিং প্রতিযোগিতা।
আরব আমিরাতের মোটর ক্রীড়ার নিয়ন্ত্রক সংস্থা এমিরেটস মোটর স্পোর্ট অর্গানাইজেশন (ইএসএমও) ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করে থাকে। অভিক আনোয়ার এই প্রতিযোগিতার ‘৮৬ ক্যাটাগরি’–তে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি
অভিক আনোয়ার জানান, দুবাই অটো ড্রামের এই রেসিং ট্র্যাকের দৈর্ঘ্য ৪ দশমিক ৪ কিলোমিটার। রেসের সময়সীমা ৩০ মিনিট। প্রতি রেসে ১২ ল্যাপ করে সম্পন্ন করতে হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন