পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছার হাট-বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে শনিবার দুপুরে পৌর বাজার মনিটরিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এ সময় তিনি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লোনাপানি গবেষণা কেন্দ্রের সামনে অনু বেকারীকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে বাজারের ব্যবসায়ীদের প্রতি আহŸান জানান এবং প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে যে সব ব্যবসায়ী পণ্যের দাম বাড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করেন। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার প্রতুল জোয়াদ্দার।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন