জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিনুল ইসলাম (২৩) নামে এক যুবক গ্রেফতার হয়েছেন। বুধবার (২৩’সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিনোদপুর ইউনিয়নের একবরপুর পাঁকাটোলা গ্রামে পাকা সড়কের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক গ্রামের মৃত ধুল মন্ডলের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি আজমল হোসেন বলেন, কতিপয় ব্যাক্তির মাদকসহ অবস্থানের গোপন খবরে অভিযানটি চালানো হয়। অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার হন আমিনুল। প্রাথমিক জিজজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদক ব্যবসায় জড়িত বলে স্বীকার করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে বলেও জানান এএসপি আজমল। ##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন