মৌলভীবাজার প্রতিনিধি \ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৫) জেলা পর্যায়ের ৫ দিনব্যাপি ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল (১১ ফেব্রæয়ারি) শুক্রবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মৌলভীবাজার কলেজ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিদিন ফুটবল প্রশিক্ষণ ১১/০২/২০২২ হতে ১৫/০২/২০২২ তারিখ পর্যন্ত কলেজ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া অফিসের তত্ত¡াবধানে জেলার প্রতিটি উপজেলা হতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বি-লাইসেন্সকৃত কোচ ফুটবল কোচ জামান আহমেদের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের থেকে বাছাই করে জেলা পর্যায়ের প্রশিক্ষনের জন্য মোট ২৪ জন খেলোয়াড়কে মনোনীত করা হয়। ৫ দিনের প্রশিক্ষণ শেষে প্রতিভাবান ০৬ জন খেলোয়াড়কে বিভাগীয় পর্যায়ে বাছাইয়ের জন্য জেলা থেকে প্রেরণ করা হবে। ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব জয়নাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আকিল আহমদ ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি রায়হান আহমদ। বাচাই অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, কমল অধিকারী ও বিভিন্ন উপজেলা হতে আগত একাডেমি ও ক্রীড়া ক্লাবের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন