সুনামগঞ্জে নাতির ছুরিকাঘাতে দাদী ও স্কুলছাত্রীসহ ৩জনের মর্মান্তিক মৃত্যু 

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নাতির ছুরিকাঘাতে আহত বৃদ্ধ দাদী ও স্কুল ছাত্রীসহ ৩জনের মর্মান্তিক মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। মৃতরা হলো- জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মৃত চান্দ আলীর স্ত্রী তাছলিমা বেগম (৬৫), মধ্যনগর উপজেলার চামরদানী গ্রামের খায়রুল ইসলামের মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জবা আক্তার (১২) ও ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের নওধার-সুলতানপুর গ্রামের মৃত ্আবুল কাসেমের ছেলে শাহানুর মিয়া (১৬)। আজ বুধবার (২৯ ডিসেম্ভর) সকালে ও গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্ভর) সন্ধ্যায় পৃথক স্থান থেকে পুলিশ মৃতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্ভর) সন্ধ্যা ৭টায় জেলার ছাতক উপজেলার বারকাহন গ্রামে পারিবারিক কলহের জের ধরে বৃদ্ধ তাসলিমা বেগমকে তার নাতি হ্নদয় আহমদ (২৫) ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ওই বৃদ্ধ দাদীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
অপরদিকে একই দিন সন্ধ্যায় মধ্যনগর উপজেলার চারমদানী গ্রামের নিজ বসতবাড়ির বারান্দার ধারনার মাঝে গলায় রশি পেছানো অবস্থায় ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী জবা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ছাত্রীর বাবা খাইরুল ইসলাম একজন মোটর সাইকেল চালক আর মা রোকেয়া আক্তার গৃহিণী। তাদের অভাবের সংসার। তাই মেয়ের চাহিদা পূরণ করতে পারতো না। এজন্য সব সময় স্কুলছাত্রী জবাকে তার বাবা-মা বকাঝকা করতো। একারণে সে অভিমান করে আত্মহত্যা করে। 
এদিকে বিকেলে ধর্মপাশা উপজেলার চকিয়াচাপুর গ্রামের সড়কে বালি বোঝাই চলন্ত ট্রাক্টরের ওপর থেকে হেলপার শানুর মিয়া ছিটকে মাটি পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করার পর রাত ৮টায় মারা যায়। 
ছাতক থানার ওসি মিজানুর রহমান, মধ্যনগর থানার ওসি নির্মল দেব ও ধর্মপাশা থানার এসআই সোহেল আহমদ সাংবাদিকদের পৃথক ঘটনায় ৩জনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান- এসব ঘটনার প্রেক্ষিতে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।  
 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন