আন্তর্জাতিক চিঠি লেখা প্রতিযোগিতায় প্রথম সিলেটের নুবায়শা

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

আন্তর্জাতিক চিঠি লেখা প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন সিলেটের মেয়ে নুবায়শা ইসলাম। তিনি ১৯২টি দেশের প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন।

শনিবার (৬ নভেম্বর) বিকেলে নুবায়শা ইসলামের হাতে বিশ্ব ডাক সংস্থার স্বর্ণপদক হস্তান্তর করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

 

ডাক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির মহাপরিচালক। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী বিরল কৃতিত্বের জন্য নুবায়শা ইসলাম, তার বাবা-মা এবং শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘জাতি হিসেবে আমাদের গর্বের অনেক কিছু আছে। আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতায় নুবায়শার অর্জন নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।’

তিনি এ ধরনের কর্মসূচির জন্য ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং ডাক অধিদপ্তরের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে সিলেটের পুলিশ কমিশনার মোজাম্মেল হক এবং সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।

নুবায়শা ইসলাম বিশ্ব ডাক সংস্থার (ইউপিইউ) ৫০তম চিঠি লেখা প্রতিযোগিতায় লক্ষাধিক কিশোর-কিশোরীর মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন। প্রতিযোগিতায় পত্র লেখার বিষয় ছিল ‘কোভিড-১৯’। নুবায়শা তার অনাগত বোনকে নিয়ে লেখা চিঠিতে করোনাকালে মৃত্যুভয়, স্বজন হারানোর ভয়ের কথা উল্লেখ করেন। একই সঙ্গে ভালো সময়ের আশা ব্যক্ত করেন।

নুবায়শার পরিবার সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় বসবাস করে। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মগড় ইউপির আমবাড়িয়া গ্রামে।

গত ২৭ আগস্ট সুইজারল্যান্ডে বিশ্ব ডাক সংস্থার কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয়। ফল প্রকাশের পর বিশ্ব ডাক সংস্থা নুবায়শাকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করে প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে প্রকাশ করে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন